Wellcome to National Portal
Main Comtent Skiped

মিশন ভিশন


ভিশন ও মিশন



ভিশন 

মিশন

১/ ঢাকা জেলার নিয়ন্ত্রণাধীন উপজেলাগুলোতে প্রান্তিক জনগোষ্ঠির দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া ।

১/ নিয়ন্ত্রণাধীন ১৫৮ টি কমিউনিটি ক্লিনিক এ কার্যক্রম পরিদর্শন এ চেকলিস্ট প্রণয়ন করা হয়েছে ও নতুন আরও কমিউনিটি ক্লিনিক নির্মাণ 

এর প্রস্তাবনা দেয়া হয়েছে ।

২/ গর্ভবতী মায়েদের অধিকার প্রতিষ্ঠা নরমাল ডেলিভারি ৯০% এ বৃদ্ধি করা এবং সিজারিয়ান ডেলিভারি ১০% এ নামিয়ে

আনা ও 

NVD / Caesarean Section এর ৫০ শতাংশ সরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে বাস্তবায়ন।

২/ ANC ভিজিট এর তথ্য যথাযথ সংরক্ষণ ও মিডওয়াইফদের মাধ্যমে ফলোয়াপ জোরদার করণে মোবাইল ফোন ক্রয় ও বিতরণ করা হয়েছে , সরকারীভাবে নরমাল ডেলিভারী ও সিজারিয়ান সেকশন এর সংখ্যা বৃদ্ধিতে UNFPA এর সাথে সমন্বিত কার্যক্রম পরিচালিত হচ্ছে ।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাইকা অর্থায়নে ১১ লাখ টাকা ব্যয় করে একটি আধুনিক ডেলিভারি ওয়ার্ড চালু করা হয়েছে, ডাটাবেজ তৈরি করার জন্য প্রতিটি গর্ভবতী মায়ের তদারকি করতে নতুন অ্যাপস চালু করা প্রক্রিয়াধীন।

৩/ সহজতর  ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা

৩/ মেডিকেল ফিটনেস সনদ প্রদানে যথাযথ নিরদেশিকাসহ চেকলিস্ট প্রণয়ন করে তা ওয়েব পোর্টাল , সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার মাধ্যমে নাগরিক সুবিধাপ্রাপ্তি সহজতর  ও দুর্নীতিমুক্ত  করা হয়েছে 

৪/  সঠিক রেফারেল সিস্টেম চালু করা ।

৪/ জাতীয় গাইডলাইন ও প্রোটোকল অনুসারে রেফারেল ফর্ম  তৈরির মাধ্যমে সঠিক রেফারেল সিস্টেম নিশ্চিত করতে নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা প্রেরণ করা হয়েছে ।

৫/উপজেলা হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যা উন্নীতকরণ করন প্রকল্পের সাথে সিসিইউ  এবং আইসিইউ প্রতিষ্ঠা করা।

৫/ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরন, ৩টি ১০ শয্যা হসপিটাল,৩ টি ২০ শয্যা হাসপাতাল স্থাপন করা হয়েছে। এছাড়া উপজেলা হাসপাতাল গুলোকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে । ইতিমধ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো ও জনবল উন্নয়নে প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে ১০০ শয্যার উন্নীতকরণ প্রস্তাব পাস এবং টেন্ডার প্রক্রিয়া চলমান।

৬/জাতি-ধর্ম-গোত্র-শ্রেণি-লিঙ্গ-প্রতিবন্ধী-ভৌগলিক অবস্থান নির্বিশেষে দেশের সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। 

৬/ ঢাকা জেলার সবার জন্য প্রাথমিক স্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকরণ, সমতা ও ন্যায়ের ভিত্তিতে সেবা গ্রাহক কেন্দ্রিক স্বাস্থ্য সেবার সহজ প্রাপ্যতা নিশ্চিতকরণ ও বিস্তৃতকরণ, মান উন্নয়ন এবং বিদ্যমান সম্পদের প্রাধিকার পূর্ন বন্টন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, স্বাস্থ্যের সামগ্রিক ব্যবস্থাপনায় পরিবার কল্যাণ কার্যক্রম ও পুষ্টি কার্যক্রমকে সমন্বয়সাধন।

৭/ কর্মকর্তা -কর্মচারীদের আবাসন সুবিধার ব্যবস্থা করা ।

৭/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোয়ার্টার নির্মান এর কাজ চলমান ।

৮/ কর্মকর্তা -কর্মচারীদের অফিসে আগমন-প্রস্থান-ছুটির ডিজিটাল মনিটরিং নিশ্চিত করা ।

৮/ নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে 

৯/ স্বাস্থ্য সেবাকে ডিজিটালাইজেশন করা।

৯/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এ মোডেম/ইন্টারনেট সিম সহ ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব সরবরাহ ও 

তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের লক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে ।

সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে সকল তথ্য ওয়েব বেইজ সফটওয়ার এ প্রেরন ও সংরক্ষণ করা হচ্ছে ।

মাঠ পর্যায় থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারীর অনলাইন ভিত্তিক মানব সম্পদ ডাটাবেজ (HRM) প্রস্তুত নিশ্চিত করা 

হচ্ছে

১০/ শতভাগ জনগোষ্ঠীকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা

 ১০/ উপজেলা পর্যায়ে রুবেলা ও পিসিভি ভ্যাকসিন  চালুকরন এর প্রক্রিয়া চলমান ও ঢাকা জেলার শতভাগ নাগরিককে কোভিড -১৯ এর ভ্যাক্সিনেশন বাস্তবায়নে জাতীয় ক্যাম্পেইন পরিচালনার যথাযথ মনিটরিং করা হচ্ছে ।